২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ডিজিটাল লটারি পদ্ধতির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি এম আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ নভেম্বর থেকে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন প্রক্রিয়া শেষে আগামী ১৪ ডিসেম্বর ডিজিটাল লটারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
