Tuesday, November 11, 2025
Homeজাতীয়ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালের কাছে বাসে আগুন, দুর্বৃত্তদের কাজ বলে ধারণা

ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালের কাছে বাসে আগুন, দুর্বৃত্তদের কাজ বলে ধারণা

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় অগ্নিকাণ্ডের খবর, দুটি ইউনিট কাজ করছে

রাজধানীর ধানমণ্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের কাছে একটি বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ারফাইটাররা আগুন নেভানোর কাজ করছেন।

তবে আগুন কীভাবে লেগেছে, বাসে যাত্রী ছিল কি না অথবা বাসটি পার্ক করা ছিল কি না, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি খালেদা ইয়াসমিন।

এ ধরনের ঘটনা রাজধানীতে সাম্প্রতিক সময়ে বেড়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনার কারণ তদন্ত করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • ঢাকা

RELATED NEWS

Latest News