আগামী শনিবার থেকে ঢাকার রমনা ন্যাশনাল টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ১২ দেশের ৭৫ জন খেলোয়াড়।
শনিবার শুরু হবে বাছাইপর্বের খেলা। বাছাইপর্বের সাইন-ইন ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে, আর ম্যাচগুলো হবে ১১ ও ১২ অক্টোবর। মূল পর্ব শুরু হবে ১৩ অক্টোবর, যেখানে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
ছেলেদের বিভাগে ২৫ জন খেলোয়াড় বাছাইপর্বে লড়বেন, যেখান থেকে ১০ জন খেলোয়াড় মূল পর্বে যোগ দেবেন ২২ জন সরাসরি মনোনীত খেলোয়াড়ের সঙ্গে। মেয়েদের বিভাগে মোট ২৭ জন খেলোয়াড় মূল পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার টেনিস ফেডারেশনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য জানানো হয়। টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ করণ বলেন, “বাংলাদেশের টেনিসে এটি এক নতুন জাগরণ। আমাদের জুনিয়র খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ের সেরা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে খেলার ও শেখার দুর্লভ সুযোগ দেবে এই টুর্নামেন্ট।”
প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, চীন, চাইনিজ তাইপে, যুক্তরাজ্য, হংকং, ভারত, দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা।
টুর্নামেন্টের রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসফিয়া আফরিন, যিনি আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের হোয়াইট ব্যাজ (লেভেল-২) কর্মকর্তাও।