ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীদের আন্দোলনের কারণে। তিন দফা দাবিতে তারা রোববার সকাল থেকে রেলপথ অবরোধ করেন।
সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জব্বারের মোড় এলাকায় ঢাকামুখী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেন। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকা ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর দুপুর ১টার দিকে তারা ময়মনসিংহ থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনও থামিয়ে দেন। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বিএডিসি ও গবেষণা প্রতিষ্ঠানে কৃষিবিজ্ঞানীদের জন্য দশম গ্রেডে পদ সৃষ্টি, পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া নবম গ্রেডে পদোন্নতির সুযোগ বাতিল এবং কৃষি বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি ছাড়া ‘কৃষিবিজ্ঞানী’ উপাধি ব্যবহার না করা। এ বিষয়ে দ্রুত সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানান তারা।
শিক্ষার্থীরা আরও জানান, কৃষি ডিপ্লোমাধারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নারী কৃষিবিদদের উদ্দেশে অশালীন মন্তব্য করার নিন্দা জানানোর অংশ হিসেবেও তারা এ কর্মসূচি পালন করেছেন।
কৃষি অনুষদের শিক্ষার্থী রুবেল আহমেদ বলেন, “আমরা পাঁচ বছর কঠোর পরিশ্রম করে এই ডিগ্রি অর্জন করি। যদি ডিপ্লোমাধারীরাও একই উপাধি ব্যবহার করতে পারে, তবে আমাদের ডিগ্রির মূল্য কোথায়? আমরা চাই সরকার দ্রুত আমাদের দাবি মেনে নিক।”
প্রায় বিকেল ৩টা ৪৫ মিনিটে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।