সরকার ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা (DITF) এর নাম পরিবর্তন করে ঢাকার ট্রেড ফেয়ার (DTF) করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার কাওরান বাজারে অবস্থিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (EPB) বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সভাপতিত্ব করেন বাণিজ্য বিষয়ক উপদেষ্টা এস কে বশীর উদ্দিন।
EPB ১৯৯৫ সাল থেকে DITF আয়োজন করছে, যাতে স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেতা-বিক্রেতারা অংশগ্রহণ করে এবং তাদের পণ্যের মান ও প্রযুক্তি প্রদর্শন করতে পারে। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রেতাদের অংশগ্রহণ হ্রাস পেয়ে প্রদর্শনীর সম্ভাবনা ক্ষুণ্ণ হচ্ছে বলে EPB জানিয়েছে।
বোর্ড সভায় এ বিষয়টি আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগের DITF এবার থেকে DTF নামে আয়োজন করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে বাণিজ্য প্রচারণা ও প্রদর্শনীর মান উন্নয়নের লক্ষ্য অর্জন করা হবে।