Wednesday, October 29, 2025
Homeখেলাধুলাক্রিকেটপ্রথম বিভাগ ক্রিকেট: দলবদল ৫ ও ৬ নভেম্বর, লিগ শুরু ১৮ নভেম্বর

প্রথম বিভাগ ক্রিকেট: দলবদল ৫ ও ৬ নভেম্বর, লিগ শুরু ১৮ নভেম্বর

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের দলবদল, ২০টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে

২০২৫-২৬ মৌসুমের ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড়দের দলবদল অনুষ্ঠিত হবে আগামী ৫ ও ৬ নভেম্বর। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। লিগ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে ১৮ নভেম্বর থেকে।

এবারের মৌসুমে মোট ২০টি দল অংশ নেবে, যাদেরকে ১০টি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ইতোমধ্যে গ্রুপিং চূড়ান্ত করা হয়েছে। অংশগ্রহণকারী ক্লাবগুলোকে লিগ শুরুর আগেই সব প্রস্তুতি সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি শিগগিরই দলগুলোকে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

অংশগ্রহণকারী দলসমূহ

গ্রুপ এ:
পারটেক্স স্পোর্টিং ক্লাব, গাজী টায়ারস ক্রিকেট একাডেমি, অ্যাম্বার স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, সূর্যতরুণ ক্লাব, লালমাটিয়া ক্লাব, বসুন্ধরা রাইডার্স, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব এবং কলাবাগান ক্রীড়া চক্র।

গ্রুপ বি:
শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, ব্লুজ ক্রিকেটার্স, বারিধারা ড্যাজলার্স, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, কাকরাইল বয়েজ ক্লাব, ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

RELATED NEWS

Latest News