জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার ৮২ শহীদ পরিবারের সদস্য ও ১ হাজার ৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সম্মাননা জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস ভার্চুয়াল ভাষণে বলেন, “গত ১৬ বছরে একটি মাফিয়া শাসনব্যবস্থা প্রতিষ্ঠা পেয়েছিল, যারা নিজের জনগণের ওপর গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল।”
তিনি আরও বলেন, “৫ আগস্ট শুধু একটি বিশেষ দিন নয়, এটি একটি অঙ্গীকার। এটি জনগণের জাগরণ ও ফ্যাসিবাদী শাসন থেকে জাতীয় পুনর্জাগরণের গল্প। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সব বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যাদের ত্যাগে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।”
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের আবেগঘন স্মৃতিচারণে অনুষ্ঠান প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে।
ঢাকা বিভাগের কমিশনার শার্ফ উদ্দিন আহমেদ চৌধুরী ও জেলা প্রশাসক তানভীর আহমেদ সম্মাননা স্মারক ও উপহার প্রদান করেন।
শহীদ শুভর মা রেণু স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “গত বছরের ১৯ জুলাই বিকেলে আমার ছেলেকে গুলি করা হয়েছিল।”