দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের চলমান তদন্তের প্রেক্ষিতে সিরাজগঞ্জ ১ আসনের সাবেক আওয়ামী লীগ সাংসদ তানভীর শাকিল জয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর সিনিয়র সেশনস জজ আদালত। মঙ্গলবার বিচারক সাব্বির ফাইজ এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক আফরোজা হক এ বিষয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
একই আদেশে জয়ের স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, তাঁর মা লায়লা আরজুমান্দ বানু, ভাই তমাল মনসুর এবং সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের ব্যক্তিগত সহকারী মীর মোশাররফ হোসেনের বিদেশযাত্রাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। এর সঙ্গে অর্থপাচারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, তারা দেশত্যাগের চেষ্টা করছিলেন বলে তথ্য রয়েছে, যা প্রমাণ সংগ্রহের কাজে বিঘ্ন ঘটাতে পারে। ন্যায়সংগত ও বাধাহীন তদন্ত নিশ্চিত করতে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দুদক আদালতের কাছে আবেদন জানায় এবং আদালত তা মঞ্জুর করেন।
আদেশ কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানোর প্রক্রিয়া চলমান। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।
