ঢাকা ব্যাংক লিমিটেড তাদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহক, কর্মী ও বিশিষ্টজনদের সম্মান জানিয়েছে। শুক্রবার, ৫ জুলাই সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। পরবর্তীতে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ‘কাস্টমার নাইট’ এবং গালা ডিনার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। তিনি ঢাকা ব্যাংকের দীর্ঘ সময়ের আর্থিক খাতে অবদানকে সাধুবাদ জানান। গভর্নর বলেন, “দেশের আর্থিক উন্নয়নে ঢাকা ব্যাংকের নিরবচ্ছিন্ন সেবা এবং বিশ্বস্ততা প্রশংসনীয়।”
এই গৌরবময় মুহূর্তে ঢাকা ব্যাংক তাদের সম্মানিত গ্রাহকদের বিশেষভাবে স্বীকৃতি প্রদান করে। এছাড়া, ব্যাংকের যাত্রার শুরু থেকে অব্যাহতভাবে কাজ করে যাওয়া ১৮ জন কর্মীকেও বিশেষ সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক রোকসানা জামান খান, আমির উল্লাহ, আব্দুল্লাহ আল আহসান, রাখি দাস গুপ্ত এবং সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন ও আলতাফ হোসেন সরকার।
স্বতন্ত্র পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন এম এ তাসলিম, ফিরোজ আহমেদ ও অধ্যাপক বিলকিস আরা বেগম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও শীর্ষ শাখাগুলোর ব্যবস্থাপকগণও এ অনুষ্ঠানে অংশ নেন।
চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, “গত তিন দশকে ঢাকা ব্যাংক আস্থা, সততা এবং উদ্ভাবনের মাধ্যমে একটি সেকেন্ড জেনারেশন ব্যাংক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে গ্রাহক এবং অংশীদারদের নিরবচ্ছিন্ন সহযাত্রায়।”
তিন দশক ধরে নিরবচ্ছিন্ন সেবা, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং গ্রাহককেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে ঢাকা ব্যাংক দেশীয় ব্যাংকিং খাতে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
এই উৎসবমুখর দিনটি ছিল কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভবিষ্যতের পথচলার অঙ্গীকারের একটি অনন্য উপলক্ষ।