এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে উঠতে ব্যর্থ হয়েছে ঢাকা আবাহনী। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাছাইপর্বে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলের ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশের ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই কৌশল ও শারীরিক সক্ষমতায় এগিয়ে ছিল মুরাস ইউনাইটেড। প্রথম ১৫ মিনিট বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে আবাহনীকে রক্ষণাত্মক খেলায় বাধ্য করে অতিথিরা।
৬ মিনিটে প্রথম গোলের সুযোগ পায় মুরাস। সতীর্থের ক্রসে ওলেহ মারচুক ফাঁকা জায়গা পেয়েও শট বাইরে পাঠান। তিন মিনিট পর কডজো চাবেল গোমেজের জোরালো শট ফিরিয়ে দেন আবাহনীর গোলরক্ষক মিতুল। ১২ মিনিটে আলিগুলভ মাকসাতের শটও দারুণভাবে ঠেকান তিনি।
১৮ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় আবাহনী। মোহাম্মদ ইব্রাহিমের পাস থেকে সুলেইমান দিয়াবাতে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে শট নিলেও বল উড়ে যায় বারপোস্টের ওপর দিয়ে। ৩২ মিনিটে ইব্রাহিমের শট লক্ষ্যভ্রষ্ট হয় এবং ৪২ মিনিটে মরসালিনের দূরপাল্লার শটও গোলমুখে পৌঁছায়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবাহনী পরিবর্তন আনলেও ম্যাচের গতি পরিবর্তন হয়নি। ৪৭ মিনিটে আন্দ্রি বাতসুলার ক্রসে আতাই জুমাশেভ হেড করে মিতুলকে পরাস্ত করে মুরাসকে এগিয়ে নেন। ৫২ মিনিটে আরেকটি সুযোগ পেলেও আলিগুলভের শট উড়ে যায়।
৭২ মিনিটে দিয়াবাতের পাস থেকে মরসালিন গোলের সুযোগ নষ্ট করেন। যোগ করা সময়ে রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে জুমাশেভ নিজের দ্বিতীয় গোল করেন, যা নিশ্চিত করে মুরাস ইউনাইটেডের জয় এবং মূলপর্বে উন্নীত হওয়া।