Friday, July 4, 2025
Homeআন্তর্জাতিকইইউতে ইউক্রেনের অন্তর্ভুক্তি চায় ডেনমার্ক, বলল ইউরোপের নিরাপত্তায় কিয়েভ অপরিহার্য

ইইউতে ইউক্রেনের অন্তর্ভুক্তি চায় ডেনমার্ক, বলল ইউরোপের নিরাপত্তায় কিয়েভ অপরিহার্য

ছয় মাসের ইইউ সভাপতিত্বের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বাগত জানিয়ে ডেনমার্ক জানাল ইউরোপীয় নিরাপত্তায় কিয়েভের সদস্যপদ গুরুত্বপূর্ণ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় মাসের সভাপতিত্ব শুরু উপলক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বাগত জানিয়েছে ডেনমার্ক। বৃহস্পতিবার ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন জানান, ইউক্রেনের ইইউ সদস্যপদ নিশ্চিত করার জন্য তাদের সরকার সক্রিয়ভাবে কাজ করবে।

২০২২ সালে রাশিয়ার হামলার পর ইউক্রেন ইইউতে যোগদানের আবেদন করে। তবে হাঙ্গেরির আপত্তির কারণে প্রক্রিয়াটি আটকে আছে।

মেটে ফ্রেডরিকসেন বলেন, “আমাদের ইউক্রেনকে শক্তিশালী করতে হবে এবং রাশিয়াকে দুর্বল করতে হবে।” তিনি আরও বলেন, ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা বৃদ্ধি এবং মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

আরহুস শহরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

ফ্রেডরিকসেন বলেন, “ইউক্রেন ইউরোপের নিরাপত্তার জন্য অপরিহার্য। ডেনমার্কের পক্ষ থেকে এটি একটি স্বাধীনতার রক্ষার প্রতীক। ইউক্রেনের ইইউ সদস্যপদ ডেনমার্ক ও ইউরোপ উভয়ের স্বার্থেই প্রয়োজন। আমাদের সভাপতিত্বকালে আমরা ইউক্রেনকে এই পথচলায় সর্বোচ্চ সহযোগিতা করব।”

ডেনমার্কের ইউরোপ বিষয়ক মন্ত্রী মারি বিয়েরে জানান, “আমরা হাঙ্গেরির আপত্তি দূর করতে কাজ করছি। ইউক্রেনের ইইউ সদস্যপদ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ইউক্রেন ইইউতে যোগ দিলে তা ইউরোপীয় ইউনিয়নকে ধ্বংস করবে। ভেটোর মাধ্যমে তিনি প্রক্রিয়াটি কার্যত বন্ধ করে রেখেছেন।

ডেনিশ সরকার জানিয়েছে, বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষা খাতে সহযোগিতা, ইউরোপীয় অস্ত্রশিল্পে বিনিয়োগ এবং নতুন নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হয়েছে।

ডেনমার্ক ইতোমধ্যে নিজস্ব প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করেছে, যা বর্তমানে জিডিপির তিন শতাংশ ছাড়িয়ে গেছে। একই সঙ্গে তারা ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগে ঋণ ও সহজ নীতিমালার ওপর ভিত্তি করে একটি পরিকল্পনা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কিছু অস্ত্র সহায়তা বন্ধ করার ঘোষণা দিয়েছে। এতে যুদ্ধক্ষেত্রে কিয়েভের ওপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে ইউরোপের একাধিক দেশের মতো ডেনমার্কও চায়, ইউক্রেন যেন ইইউর পূর্ণ সদস্য হিসেবে দ্রুত অন্তর্ভুক্ত হয়।

RELATED NEWS

Latest News