Monday, September 1, 2025
Homeজাতীয়২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

চলতি বছরে মোট মৃতের সংখ্যা ১২২, আক্রান্ত ৩১ হাজার ছাড়াল

দেশে ডেঙ্গুতে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্যমতে, রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৬৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসেবে, বরিশালে ১১০ জন, চট্টগ্রামে ৯৩ জন, ঢাকায় ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ জন, খুলনায় ৪২ জন, ময়মনসিংহে ১৬ জন, রাজশাহীতে ৩৯ জন এবং সিলেটে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৭৬ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৮৬ জন রোগী চিকিৎসাধীন আছেন।

গত বছর ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। এ সময় মোট রোগীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ এবং সুস্থ হয়েছিলেন ১ লাখের বেশি মানুষ।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • ডেঙ্গু

RELATED NEWS

Latest News