Thursday, July 24, 2025
Homeজাতীয়জাতীয় ঐক্য ভাঙার পাঁয়তারা করছে পরাজিত ফ্যাসিস্টরা, সতর্ক করলেন অধ্যাপক ইউনুস

জাতীয় ঐক্য ভাঙার পাঁয়তারা করছে পরাজিত ফ্যাসিস্টরা, সতর্ক করলেন অধ্যাপক ইউনুস

চলমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানালেন অধ্যাপক ইউনুস

জুলাই বিপ্লবের এক বছরও পূর্ণ হয়নি, এর মধ্যেই জাতীয় ঐক্যে ফাটল ধরিয়ে আবারও ষড়যন্ত্রের চেষ্টা করছে পরাজিত ফ্যাসিস্ট শক্তি। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। বুধবার রাজধানীর সরকারি অতিথিশালা যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

ওই বৈঠকে ১৩টি রাজনৈতিক দল অংশ নেয়। এর আগের দিন আরও ৪টি দল প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদা বৈঠকে বসে। মূল আলোচ্য বিষয় ছিল দেশে ক্রমাবনত আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের অবস্থা ও করণীয়।

প্রধান উপদেষ্টা বলেন, “সরকার জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ফ্যাসিবাদবিরোধী অবস্থান তুলে ধরতে চায়। বিপ্লবের বার্ষিকী উপলক্ষে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলোর মাধ্যমে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”

তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগের সদস্যরা এখনো সক্রিয়ভাবে এক সময়ের ঐক্যবদ্ধ আন্দোলনের শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা ও মতবিরোধকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।”

নোবেলজয়ী অধ্যাপক ইউনুস রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান, মতবিরোধ ও প্রতিযোগিতা সত্ত্বেও যেন তারা ঐক্য অটুট রাখে এবং সেই ঐক্যকে দৃশ্যমান করে।

বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও জাতীয় ঐক্য বজায় রাখার পক্ষে মত দেন। তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে ঐক্যই হলো ফ্যাসিবাদ মোকাবেলার সবচেয়ে কার্যকর হাতিয়ার।

তারা আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং সরকারের তিনটি মূল এজেন্ডার—রাষ্ট্র সংস্কার, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার এবং অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন—প্রতি পূর্ণ সমর্থন জানান।

প্রতিনিধিরা আরও অনুরোধ করেন, সরকার যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে যায়, যাতে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি যথাযথভাবে এগিয়ে নেওয়া যায় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে সংলাপ ও সহযোগিতার দরজা সব সময়ই খোলা থাকবে। রাজনৈতিক ঐক্য ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

RELATED NEWS

Latest News