গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে দায়ী করার অভিযোগে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বাসান থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। তিনি ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
তানভীর সিরাজ জানান, সাংবাদিক তুহিন একটি অপরাধী দলের ভিডিও ধারণের জন্য নির্মমভাবে হত্যা হয়েছেন। অথচ সারজিস আলম ঘটনা সম্পর্কে অবগত না হয়ে ফেসবুকে বিএনপিকে মিথ্যা ভাবে ঘটনার সঙ্গে যুক্ত করার প্রচারণা চালিয়ে দলের খ্যাতি নষ্ট করেছেন।
তিনি আরও বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইতোমধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছেন এবং জানিয়ে দিয়েছেন, এতে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তাই দলের নির্দেশনা মেনে তিনি মামলাটি দায়ের করেছেন এবং বিচার আশা করেন।
আদালতের বিচারক আলমগীর আল মামুন মামলার শুনানির পর গাজীপুর সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।