বাংলাদেশ ক্রিকেটারদের কল্যাণ সমিতি (সিডাব) দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব পেল। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।
সিলেটসহ দেশজুড়ে প্রায় ১৯০ জন ক্রিকেটার ভোট দেন এ নির্বাচনে। অংশ নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তামিম ইকবাল, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তসহ জাতীয় দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়রা।
সভাপতি পদে মিঠুন ১৫৪ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক ক্রিকেটার ও বর্তমান ম্যাচ রেফারি সেলিম শাহেদ পান ৩৪ ভোট। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সাবেক ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুত, আর সহ-সভাপতি হয়েছেন বর্তমান দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান।
কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।
ফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় মিঠুন বলেন, “এই নির্বাচনে জয়-পরাজয় মুখ্য নয়, ক্রিকেটই জয়ী হয়েছে। সবাই মিলে ভোট দিয়েছি, আলোচনা করেছি, এমন পরিবেশ আগে দেখিনি। এখন থেকে সিডাবের কার্যক্রম নিয়মিত হলে খেলোয়াড়দের মধ্যে দূরত্ব ঘুচবে।”
খেলোয়াড়দের অধিকার রক্ষায় দৃঢ় অবস্থানের কথাও জানান তিনি। তার ভাষায়, “প্রথমে আমরা সৌহার্দ্যপূর্ণভাবে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব। প্রয়োজনে কঠোর অবস্থানও নেব। আমি খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে এসেছি, তাদের স্বার্থই আগে।”
বিসিবির সঙ্গে সম্পর্ক নিয়েও আশাবাদী মিঠুন। তিনি বলেন, “বিসিবি ক্রিকেটারদের অভিভাবক। আমরা সবাই এক পরিবারের অংশ। তাই সমস্যা সমাধানে বোর্ড আমাদের পাশে থাকবে বলে বিশ্বাস করি।”
সাবেক অধিনায়ক তামিম ইকবাল নির্বাচনের এই পরিবেশকে ঐতিহাসিক বলে অভিহিত করেন। তিনি বলেন, “আমার ১৫–১৬ বছরের ক্যারিয়ারে এমন নির্বাচন দেখিনি। সুন্দর পরিবেশে সবাইকে একসঙ্গে পেয়ে খুব ভালো লেগেছে। তবে আসল কাজ এখন শুরু।”
সহ-সভাপতি নুরুল হাসান বলেন, “আগের সিডাব নির্বাচন আসলে নির্বাচন ছিল না, বরং নির্বাচন নামের বাছাই প্রক্রিয়া। আজকের ভোট দিয়ে আমরা সত্যিকারের নির্বাচন অভিজ্ঞতা পেয়েছি।”
এদিকে নারী ক্রিকেটার রুমানা আহমেদ নির্বাচিত হয়ে জানান, নারীদের ক্রিকেটে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরতে তিনি কাজ করবেন। “আমি সব সদস্যের সঙ্গে কথা বলেছি, সবাই আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আশা করি ইতিবাচক ফল আসবে।”
দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নতুন নেতৃত্বে যাত্রা শুরু করল সিডাব। খেলোয়াড়রা আশাবাদী, নতুন কমিটি মাঠ ও মাঠের বাইরে তাদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।