Friday, September 26, 2025
Homeজাতীয়সুরসুধা সঙ্গীতায়নের আয়োজনে ঢাকায় দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান

সুরসুধা সঙ্গীতায়নের আয়োজনে ঢাকায় দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান

সুরসুধা সঙ্গীতায়নের ব্যতিক্রমী উদ্যোগে গান, কবিতা, নৃত্যে প্রাণবন্ত এক বিকেল

ঢাকায় অনুষ্ঠিত হলো দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পীদের এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সুরসুধা সঙ্গীতায়ন, যা দেশের একমাত্র দৃষ্টিপ্রতিবন্ধী সঙ্গীতশিল্পীদের সংগঠন, এই ব্যতিক্রমী আয়োজন করে শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে।

অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী ও সাধারণ উভয় ধরনের শিল্পীরা সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। এই আয়োজনে সহযোগিতা করেছে চাইল্ড হেলথ অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (CHAF)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামীম আরা খান চৌধুরী মিতা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ দোলন।

সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয় সম্মিলিতভাবে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে। এরপর হাসন রাজার জনপ্রিয় গান ‘বাউলা কে বানাইল রে’ পরিবেশনায় দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ দোলন বলেন, “অনেকে মনে করেন দৃষ্টিপ্রতিবন্ধীরা অনেক কিছুই করতে পারে না। কিন্তু বাস্তবতা হলো, তারা সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সফলভাবে কাজ করছে, এমনকি শিক্ষকতাও করছে।”

তিনি আরও বলেন, “সঙ্গীতেও তাদের সম্ভাবনা অপরিসীম। যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারা এই ক্ষেত্রেও অসাধারণ অবদান রাখতে পারে। সেই ভাবনাতেই ২০১৩ সালে সুরসুধা সঙ্গীতায়ন প্রতিষ্ঠা করা হয়।”

অতিথি বক্তা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ার মন্সুর আহমেদ চৌধুরী বলেন, “সুরসুধা সঙ্গীতায়নকে ধন্যবাদ এমন এক সুন্দর আয়োজনের জন্য। প্রতিটি পরিবেশনা, গান, আবৃত্তি, নৃত্য—সবই ছিল অসাধারণ।”

তিনি আরও বলেন, “সঙ্গীত স্রষ্টার প্রতি এক ধরণের ভক্তি। আমি সম্প্রতি একটি সঙ্গীত একাডেমির সঙ্গে যুক্ত হয়েছি এবং সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুরসুধা সঙ্গীতায়নকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করছি।”

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি শামীম আরা খান চৌধুরী মিতা।

এই প্রাণবন্ত সন্ধ্যা জুড়ে ছিল সঙ্গীত, কবিতা, আবৃত্তি ও নৃত্য। অনুষ্ঠানটি ছিল দৃষ্টিপ্রতিবন্ধী ও সাধারণ শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলা। উপস্থিত সকলে সুরসুধা সঙ্গীতায়নের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • ঢাকা

RELATED NEWS

Latest News