গাড়ি দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতার মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন তার জাতীয় দলের সতীর্থ এবং বিশ্বখ্যাত তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এক্স-এ (পূর্বের টুইটার) দেওয়া বার্তায় রোনালদো লিখেছেন, “আমরা সবাই তোমাকে মিস করব।”
মাত্র এক মাস আগেই জাতীয় দলের হয়ে একসঙ্গে মাঠে ছিলেন তারা। সেই ম্যাচে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছিল পর্তুগাল। উদযাপনের সেই মুহূর্তের পর এমন মর্মান্তিক ঘটনা মানতে পারছেন না রোনালদো।
রোনালদো আরও লেখেন, “এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা একসঙ্গে ছিলাম, তুমি সদ্য বিয়ে করেছো। তোমার স্ত্রী, সন্তান আর পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। তাদের শক্তি কামনা করছি। আমি জানি, তুমি সবসময় তাদের সঙ্গেই থাকবে। শান্তিতে ঘুমাও দিয়োগো এবং আন্দ্রে।”
জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভা বৃহস্পতিবার স্পেনের জামোরা প্রদেশের সারনাদিলা এলাকায় এক মোটরওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান। মধ্যরাতের পর তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
২৮ বছর বয়সী জোতা ছিলেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের নির্ভরযোগ্য ফরোয়ার্ড। তিনি ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইউরোপীয় ফুটবল মহলে।
জাতীয় দলের হয়ে রোনালদো ও জোতা দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। কেবল মাঠেই নয়, মাঠের বাইরে সম্পর্কও ছিল দারুণ। আর সেই সম্পর্কেরই প্রতিফলন মিলল রোনালদোর এই আবেগঘন শোকবার্তায়।