Saturday, October 25, 2025
Homeজাতীয়মাত্র ১২ দিন পর বাতিল হচ্ছে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণার গেজেট

মাত্র ১২ দিন পর বাতিল হচ্ছে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণার গেজেট

২৬ অক্টোবর রবিবার বাতিলের প্রজ্ঞাপন জারি করবে সরকার, নিশ্চিত করেছেন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন নূর-এ-আলম

মাত্র ১২ দিন আগে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা দিয়েছিল সরকার। এবার সেই সিদ্ধান্ত বাতিলের পথে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক জারি করা প্রজ্ঞাপনটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নূর-এ-আলম।

তিনি জানান, আগামী ২৬ অক্টোবর (রবিবার) বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে।

গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছিল। কিন্তু বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের নির্মাণকাজ এখনও সম্পূর্ণ হয়নি। প্রায় ১১ হাজার বর্গফুট আয়তনের এই টার্মিনালটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য অপরিহার্য।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) একাধিক সূত্র জানায়, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় সুবিধাগুলো এখনও প্রস্তুত নয়। পাশাপাশি কোনো বিদেশি বিমান সংস্থাও এখনো কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেনি।

ফলে সবকিছু বিবেচনা করে সরকার সাময়িকভাবে আন্তর্জাতিক ঘোষণা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

RELATED NEWS

Latest News