মা ইলিশ সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী গত শুক্রবার কক্সবাজার ও কুতুবদিয়া থেকে প্রায় ১৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল, মাছ এবং ট্রলার জব্দ করেছে। এ সময় মাছ ধরার নিষিদ্ধ সময়ে জড়িত থাকার অভিযোগে ২৩৫ জন জেলেকে আটক করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌবাহিনীর এই বিশেষ অভিযানে ১১টি মাছ ধরার ট্রলার, বিপুল পরিমাণ ‘বেহুন্দি জাল’ (এক ধরনের স্থির বা নির্দিষ্ট ব্যাগ নেট যা মোহনা পরিবেশে মাছ ধরার জন্য স্থাপন করা হয়) এবং ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়। জব্দকৃত মাছ ধরার উপকরণ ও ট্রলারের আনুমানিক মূল্য ১৯ কোটি টাকা।
উদ্ধারকৃত মাছ, ট্রলার এবং মাছ ধরার জাল পরবর্তীতে কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিনের জন্য বাংলাদেশের সামুদ্রিক মাছ ধরার অঞ্চলে সব ধরনের মাছ ধরার নৌযানকে ইলিশ এবং অন্যান্য প্রজাতির মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ, বিপণন, কেনাবেচা বা বিনিময় নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।