দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মোট ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৫১ শতাংশ।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। মহামারির শুরু থেকে দেশে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫২৩ জন।
করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর, ১৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যু হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, যদিও এখন সংক্রমণের হার কম, তবে সাবধানতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি মেনে চলা এখনো গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ শ্রেণির অন্তর্ভুক্ত, তাদের জন্য সতর্কতা জরুরি। স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।