Wednesday, January 28, 2026
Homeজাতীয়সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মোনির হোসেনের দুই জাহাজ জব্দের নির্দেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মোনির হোসেনের দুই জাহাজ জব্দের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর আদালতের আদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এপিএস (সহকারী ব্যক্তিগত সচিব) মোনির হোসেনের মালিকানাধীন দুটি জাহাজ জব্দের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, জব্দ করা দুটি জাহাজ—এমভি সেলার-১ এবং এমভি সেলার-২—এর মোট মূল্য প্রায় ১০ কোটি টাকা।

অভিযোগ অনুযায়ী, মোনির হোসেন তার বৈধ আয়ের উৎসের বাইরে প্রায় ১৮ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন ও মালিকানা ধরে রেখেছেন। এছাড়া নিজের নামে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান খুলে প্রায় ৩১ কোটি ৩১ লাখ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনে জড়িত ছিলেন বলে দুদক জানিয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসামি তার সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন, যা রাষ্ট্রের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। তাই সংশ্লিষ্ট সম্পদ জব্দ করা জরুরি বলে আদালতে জানানো হয়।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • দুদক

RELATED NEWS

Latest News