সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের স্ত্রী সীমা রহমানের নামে থাকা সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতের আদেশে সীমা রহমানের একটি গাড়ি, কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প এবং পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ১০ কাঠা জমি, ব্যাংক হিসাব এবং সঞ্চয়পত্র মিলিয়ে মোট ৪৯ লাখ ১০ হাজার টাকার সম্পদ জব্দ ও ফ্রিজ করার কথা বলা হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, সীমা রহমান স্বামী সাইফুজ্জামান শিখরের সহায়তায় তার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদ অবৈধভাবে অর্জিত বলে দাবি করে সংস্থাটি।
দুদকের বক্তব্য অনুযায়ী, তদন্ত চলাকালে সীমা রহমান সম্পত্তি হস্তান্তর করতে পারেন এমন শঙ্কা থেকেই আদালতের কাছে এসব সম্পদ জব্দের আবেদন করা হয়।
এর আগে, গত বছরের ১৫ অক্টোবর সীমা রহমান ও সাইফুজ্জামান শিখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল একই আদালত।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, তদন্তে দোষ প্রমাণিত হলে দণ্ডবিধি ও দুর্নীতি দমন আইনের আওতায় শাস্তির বিধান প্রয়োগ করা হবে।