দায়িত্বে ব্যত্যয় ছিল কিনা খতিয়ে দেখতে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে উচ্চ পর্যায়ের কমিটি
সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশগমন সংক্রান্ত ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (১১ মে) এই কমিটি গঠনের কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে সভাপতি করে তিন সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটিতে রয়েছেন আরও দুজন সদস্য—পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
তদন্ত কমিটির কাজ ও সময়সীমা
কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্তের মূল বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে—
সাবেক রাষ্ট্রপতি কীভাবে বিমানবন্দর দিয়ে বিদেশে গেছেন,
- এ ক্ষেত্রে কোনো সরকারি সংস্থা বা কর্তৃপক্ষ দায়িত্বে গাফিলতি করেছে কিনা,
- দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা।
- কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট দলিল, যন্ত্রপাতি, সাক্ষ্য ও ব্যক্তিগত সাক্ষাৎ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট সব সংস্থা তদন্ত সহায়তায় বাধ্য থাকবে।
প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।