রংপুরের গঙ্গাচড়া উপজেলার মোহিপুর তিস্তা সেতু এলাকায় টিকটক ভিডিও বানাতে গিয়ে পানিতে ঝাঁপ দিয়ে ভেসে গেছে ১৮ বছর বয়সী এক কলেজ শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম নিরব রায় উৎস্য। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বাংলা গ্রামের তপন রায়ের ছেলে। সন্ধ্যা ছয়টার দিকে নদীর প্রবল স্রোতে ভেসে যান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পাঁচটার দিকে নিরব সাত বন্ধুকে নিয়ে মোহিপুর তিস্তা সেতুতে যান ঘুরতে ও ভিডিও বানাতে। এ সময় নিরব, শাকিল ও রুপম নদীতে ঝাঁপ দেন। শাকিল ও রুপম সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিরব পানির স্রোতে ভেসে যান।
চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন। পরে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। রংপুর থেকে একটি ডুবুরি দল রাত নয়টা পর্যন্ত চেষ্টা চালালেও নিরবকে খুঁজে পাওয়া যায়নি।
গঙ্গাচড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করি। স্রোত খুব প্রবল থাকায় অভিযান ব্যাহত হচ্ছে। তবুও নিরবকে উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে।”
নিখোঁজের সময় নিরবের সঙ্গে ছিলেন আলামিন (১৮), মাহদি হাসান (১৯), শাকিল (১৮), শ্রী শিশির (১৮), কাইফ কিফায়াত এবং রুপম ইসলাম।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, “এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ অত্যন্ত বিপজ্জনক। তরুণদের সতর্ক থাকতে হবে এবং অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে।”
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।