Tuesday, October 21, 2025
Homeজাতীয়সুন্দরবনে মুক্ত চার জেলে, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার

সুন্দরবনে মুক্ত চার জেলে, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার

আরবাউনি খালে চালানো অভিযানে অস্ত্র উদ্ধার হলেও জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা পালিয়ে যায়

সুন্দরবনে মুক্তিপণ দাবিকারী দস্যুদের হাতে বন্দি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার সকালে শিবসা নদীর আরবাউনি খাল এলাকায় মংলা কোস্টগার্ড বেস ও নলিয়ান আউটপোস্টের সদস্যরা এ অভিযান চালায়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন খুলনা ও সাতক্ষীরা জেলার বাসিন্দা মোফিজুল ইসলাম (৪২), হাবিবুর রহমান (৩৭), শাহজাহান আলী (৪০) এবং হাবিবুর (৩৫)।

কোস্টগার্ড সূত্র জানায়, প্রায় ১০ দিন ধরে সুন্দরবনের জাহাঙ্গীর বাহিনী এই জেলেদের অপহরণ করে মুক্তিপণ দাবিতে আটক করে রেখেছিল।

অভিযান সম্পর্কে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদে ভিত্তি করে শুক্রবার ভোর ৫টায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় জলদস্যুদের আত্মসমর্পণ করাতে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়। তবে দস্যুরা তাদের নৌকা নিয়ে গভীর বনে পালিয়ে যায়।

পরে কোস্টগার্ডের সদস্যরা একটি পরিত্যক্ত নৌকা থেকে চার জেলেকে উদ্ধার করেন। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র, একটি এয়ারগান ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা আরও জানান, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্র-গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযানে দস্যুদের কাউকে আটক করা সম্ভব না হলেও সুন্দরবনের জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের বিশেষ টহল অব্যাহত থাকবে বলে জানানো হয়।

RELATED NEWS

Latest News