রাজধানীর যাত্রাবাড়ি রায়ারবাগ এলাকায় সোমবার ভোরে সিআইডি কনস্টেবল মো. রাসেল মিয়া ছুরিকাঘাতে আহত হন এবং তার ওয়ালেট ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩১ বছর বয়সী রাসেল মিয়া ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কনস্টেবল। তিনি যাত্রাবাড়ির রাইস নগর এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি সিআইডি সদর দপ্তরে ডিউটিরত ছিলেন।
রাসেলকে হাসপাতালে নিয়ে যাওয়া নূরুল ইসলাম বলেন, “প্রায় সকাল ৫:৩০টার দিকে রাসেল রায়ারবাগ এলাকায় মোটরসাইকেলে যাচ্ছিলেন। তখন ৩–৪ অজ্ঞাত ছিনতাইকারী তার পথরোধ করে। তারা তার হাতে ছুরি দিয়ে আঘাত করেছে এবং ওয়ালেট ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।”
তিনি আরও বলেন, “সংবাদ পাওয়ার পর প্রথমে তাকে রায়ারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনস্পেক্টর মো. ফারুক নিশ্চিত করেছেন, রাসেল আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং জরুরি বিভাগের চিকিৎসা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করা হয়েছে।