চীন দক্ষিণ চীন সাগর ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। বেইজিং বলছে, যুক্তরাষ্ট্রকে এ অঞ্চলে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা বন্ধ করতে হবে এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহযোগিতা করতে হবে।
সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ মন্তব্য করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দক্ষিণ চীন সাগর নিয়ে সাম্প্রতিক সময়ে দেওয়া মন্তব্যের বিরুদ্ধে তারা কড়া প্রতিবাদ জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, ফিলিপাইনের সঙ্গে যুক্তরাষ্ট্র অবস্থান করছে এবং চীনের হুয়াংইয়ান দাও এলাকায় জাতীয় প্রাকৃতিক সংরক্ষণ এলাকা ঘোষণার পরিকল্পনা তারা প্রত্যাখ্যান করছে।
এ প্রসঙ্গে লিন জিয়ান বলেন, হুয়াংইয়ান দাও চীনের নিজস্ব ভূখণ্ড এবং সেখানে জাতীয় প্রাকৃতিক সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠা করা চীনের সার্বভৌমত্বের অংশ। এটি যৌক্তিক, আইনসঙ্গত এবং সমালোচনার ঊর্ধ্বে।
তিনি আরও জানান, আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে যৌথ প্রচেষ্টায় দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি সাধারণভাবে স্থিতিশীল রয়েছে। অথচ যুক্তরাষ্ট্র সরাসরি পক্ষভুক্ত না হয়েও বারবার অযাচিত মন্তব্য করছে এবং অন্য দেশগুলোকে উসকে দিয়ে অস্থিতিশীলতা তৈরি করছে।
লিন জিয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর সঙ্গে মিলে সংঘাত সৃষ্টি করছে এবং অপ্রয়োজনীয় উত্তেজনা বাড়াচ্ছে, যার ফলে এ অঞ্চলের শান্তিপূর্ণ অবস্থা ব্যাহত হচ্ছে।
এ সময় তিনি দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক সালিশি রায়ের প্রসঙ্গ টেনে বলেন, এটি পুরোপুরি যুক্তরাষ্ট্রের সাজানো একটি রাজনৈতিক নাটক। রায়টি অবৈধ, অকার্যকর এবং চীনের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
চীন জানায়, তারা আসিয়ান দেশগুলোর সঙ্গে মিলে দক্ষিণ চীন সাগরকে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ চালিয়ে যাবে। এজন্য সংশ্লিষ্ট ঘোষণাপত্র কার্যকর করা এবং আচরণবিধি প্রণয়নে সক্রিয়ভাবে এগিয়ে যাবে।