ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত: ২১ মে ২০২৫, ১৭:৫৫
আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি ম্যানডিসা মায়ারের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের ব্রামফন্টেইনে দেশটির সাংবিধানিক আদালত প্রাঙ্গণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের প্রধান বিচারপতি বিচার বিভাগ সংক্রান্ত নানা বিষয়ের ওপর কুশল বিনিময় করেন।
বৈঠকে বাংলাদেশের প্রধান বিচারপতি বিচার বিভাগের সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে তার ঘোষিত রোডম্যাপ এবং বিচার প্রক্রিয়ার ডিজিটাল অগ্রগতিসহ নানা পদক্ষেপের বিষয়ে দক্ষিণ আফ্রিকার বিচার বিভাগের প্রতিনিধিকে অবহিত করেন।
এ সময় দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি ম্যানডিসা মায়ার বাংলাদেশের বিচার বিভাগের অগ্রগতিকে প্রশংসা করেন। তিনি বলেন, “মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ যে ভূমিকা রাখছে, তা প্রশংসার দাবি রাখে।”
তিনি দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশন এবং সাংবিধানিক প্রশ্নসমূহ মোকাবিলার অভিজ্ঞতা শেয়ার করেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের অভিজ্ঞতা অনুধাবন ও বিচার বিভাগীয় সংস্কারে তা প্রয়োগযোগ্য ধারণা গ্রহণ।
বৈঠকে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এই উচ্চপর্যায়ের সাক্ষাৎকে দুই দেশের বিচার ব্যবস্থার মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।