সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (FII9) সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক সম্মেলন।
রবিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ সাক্ষাৎ করেন। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পক্ষে আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন তিনি। পরে সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এটি প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সরকার প্রধানকে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হলো।
প্রধান উপদেষ্টা আমন্ত্রণ গ্রহণের জন্য সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান এবং সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবেন বলে জানান।
তিনি বাংলাদেশ-সৌদি কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে যুবরাজের বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বছরের FII9 সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে “The Key to Prosperity, Unlocking New Frontiers of Growth।” এতে বিশ্বের প্রভাবশালী বিনিয়োগকারী, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি নেতারা অংশ নেবেন।
সম্মেলনের প্রথম দিন, ২৭ অক্টোবর, নির্দিষ্ট আমন্ত্রিতদের জন্য সংরক্ষিত একান্ত আলোচনার মাধ্যমে শুরু হবে।
২৮ ও ২৯ অক্টোবর বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে উন্মুক্ত আলোচনা হবে এবং ৩০ অক্টোবর নির্ধারিত রয়েছে ‘ইনভেস্টমেন্ট ডে’। ওই দিন বিনিয়োগ প্রতিষ্ঠান, স্টার্টআপ এবং বিশ্বব্যাপী ফাউন্ডারদের মধ্যে চুক্তি ও সংযোগ স্থাপন হবে।
এই সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক বিনিয়োগ, নীতি নির্ধারণ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের আশা করা হচ্ছে।