প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রবিবার মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, যেন বাংলাদেশকে দক্ষিণ-পূর্ব এশীয় সহযোগিতা সংস্থা আসিয়ানে সদস্যপদ পেতে সহযোগিতা করা হয়।
ঢাকার স্টেট গেস্ট হাউস যমুনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা এবং পিপল’স জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।
তিনি বলেন, “আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং আপনার সহযোগিতা আমাদের প্রয়োজন।”
উল্লেখ্য, ২০২০ সালে বাংলাদেশ আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হিসেবে আবেদন করে।
বৈঠকে ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, আসিয়ানের বর্তমান চেয়ার মালয়েশিয়া বাংলাদেশকে সেক্টোরাল ডায়ালগ পার্টনার হিসেবে গ্রহণের ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে পূর্ণ সদস্যপদ পাওয়ার পথ সুগম হবে।
বৈঠকের শুরুতে নুরুল ইজ্জাহ ঢাকার মিলস্টোন স্কুলে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক জানান। উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, “এটি আমাদের দেশের জন্য অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক একটি ঘটনা। আমরা বহু মানুষকে হারিয়েছি।”
নুরুল ইজ্জাহ’র নতুন দায়িত্ব পালনে শুভেচ্ছা জানিয়ে ইউনূস বলেন, “আপনাকে অভিনন্দন জানাই আপনার রাজনৈতিক দলের ভাইস প্রেসিডেন্ট হওয়ায়।”
আলোচনায় তিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ছাত্রসমাজ বুক পেতে গুলি খেয়েছে, ফ্যাসিস্ট হাসিনা শাসনকে উৎখাত করেছে। এটি শুরু হয়েছিল যুবকদের আন্দোলন হিসেবে, পরে সাধারণ জনগণও যুক্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “ছাত্ররা রাস্তা ও দেওয়ালে জুলাই বিপ্লবের চেতনা এঁকে দিয়েছে।”
বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ আহ্বান জানিয়ে ইউনূস বলেন, “এশিয়া দ্রুত বয়ঃজনিত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের যুবসমাজ এখনও বিশাল। আমাদের অর্ধেক জনগোষ্ঠী ২৭ বছরের নিচে। এখানেই শিল্প স্থাপন করুন ও রপ্তানি করুন, উভয় দেশের অর্থনীতির জন্যই তা উপকারী হবে।”
বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও এসডিজি কো-অর্ডিনেটর ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।