পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার ঘটনাকে ঘিরে ছাত্রদলের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের উস্কে দেওয়ার অভিযোগ তুলেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি দাবি করেছেন, গোপন এক গোষ্ঠী ইসলামী ছাত্রশিবিরের পরিচয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে।
সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর সেখান থেকেই ছাত্রদলের প্রতিবাদ মিছিল শুরু হয়।
নাসির বলেন, “গত এক সপ্তাহে দেশে কয়েকটি নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু তখন কোনো গোপন গোষ্ঠী শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেনি। অথচ মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত।”
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পূর্বঘোষিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করা। তারা কেউই সহিংসতা বা অরাজকতা চায় না।
মিছিলটি দুপুর সাড়ে ৩টার দিকে শুরু হয়। নয়াপল্টন থেকে শুরু হয়ে এটি কাকরাইল, মৎস্য ভবন, জাতীয় প্রেস ক্লাব, কার্জন হল ও টি এস সি ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।
ছাত্রদল জানায়, দেশজুড়ে শিক্ষাঙ্গনে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টার বিরুদ্ধেই তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি।
নেতাকর্মীরা মিছিল চলাকালে কোনো প্রকার উসকানিমূলক স্লোগান না দেওয়ার নির্দেশনা মেনে চলেন। ছাত্রদল নেতা নাসির বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। কোনো প্ররোচনায় পা দেব না। আমাদের ছাত্রসমাজকে সজাগ থাকতে হবে, যেন কোনো গোপন অপশক্তি তাদের ব্যবহার করতে না পারে।”
এই আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদল স্পষ্ট বার্তা দিতে চায় যে, তারা দেশের শিক্ষাঙ্গনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে চায় এবং গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত।