Monday, October 6, 2025
Homeখেলাধুলাব্রাইটনের কাছে ঘরের মাঠে চেলসির ৩–১ গোলের হার

ব্রাইটনের কাছে ঘরের মাঠে চেলসির ৩–১ গোলের হার

লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া চেলসি শেষ মুহূর্তে ভেঙে পড়ে

প্রিমিয়ার লিগে ঘরের মাঠে বড় ধাক্কা খেল চেলসি। শনিবার ব্রাইটনের বিপক্ষে ৩–১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে ব্লুজদের।

ম্যাচের শুরু থেকেই চেলসি আক্রমণে চাপ সৃষ্টি করে। ২৪তম মিনিটে এনজো ফার্নান্দেজের হেড থেকে গোল পেয়ে এগিয়েও যায় দলটি। প্রথমার্ধে চেলসিই ছিল সেরা।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার মোড় ঘুরে যায়। ৫৩তম মিনিটে ব্রাইটনের ডিয়েগো গোমেজকে ফাউল করেন চেলসির ডিফেন্ডার ট্রেভো চালোবাহ। ভিএআরের পর্যালোচনায় সেটি গোলের সম্ভাবনা নষ্ট করার অপরাধ হিসেবে ধরা হয় এবং চালোবাহ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এতে ১০ জনের দলে পরিণত হয় চেলসি।

সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে সময় নেয় ব্রাইটন। ৭৭তম মিনিটে অভিজ্ঞ ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক হেড থেকে গোল করে সমতা ফেরান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি কুইপার হেডে দলকে এগিয়ে দেন। এরপর আরও একবার গোল করেন ওয়েলবেক। ম্যাচের শেষ মুহূর্তে তার দ্বিতীয় গোলেই জয় নিশ্চিত হয় ব্রাইটনের।

এই জয়ে ব্রাইটন গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করে, আর চেলসি মৌসুমে টানা জয়ের ধারায় ফিরতে ব্যর্থ হলো।

RELATED NEWS

Latest News