ক্লাব বিশ্বকাপ জয়ের পর প্রিমিয়ার লিগ অভিযানে সুখকর সূচনা করতে পারল না চেলসি। রবিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয় লন্ডনের ক্লাবটি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ক্রিস্টাল প্যালেস। এবেরেচি এজের করা ফ্রি-কিক সরাসরি জালে জড়ালেও ভিএআর রিভিউতে তা বাতিল হয়ে যায়। রিপ্লেতে দেখা যায়, মার্ক গুইহি চেলসির দেওয়াল ভাঙার সময় মোইসেস কাইসেডোকে ধরে রাখেন।
চেলসির নতুন সাইনিং ব্রাজিলিয়ান প্রতিভা এস্তেভাও ম্যাচে গোল করার সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন। তবে গুরুত্বপূর্ণ সময়ে সুযোগ নষ্ট করেন তিনি। বক্সের ভেতর থেকে সহজ শটটি বাইরে মেরে ফেলেন এই তরুণ ফরোয়ার্ড।
প্যালেসের দুই ইংলিশ তারকা গুইহি ও এজে মাঠে নামলেও তাদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। শোনা যাচ্ছে, লিভারপুল ও টটেনহ্যাম যথাক্রমে তাদের দলে ভেড়াতে আগ্রহী।
ক্লাব বিশ্বকাপে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ট্রফি জেতা চেলসিকে অনেকেই এ মৌসুমে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখছেন। কিন্তু নতুন মৌসুমের প্রথম ম্যাচেই এনজো মোরেস্কার দলকে রক্ষণভাগে ভরসা রাখতে হয়েছে। আক্রমণে ছিল ধারহীনতা।
অন্যদিকে দিনের অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্ট দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে তারা। ক্রিস উড দুটি গোল করেন, নতুন সাইনিং ড্যান এনদিওয়ে করেন একটি। ব্রেন্টফোর্ডের হয়ে একমাত্র গোলটি করেন ইগর থিয়াগো।
আসরের অন্যতম ফেভারিট আর্সেনাল আজ রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে মৌসুম শুরু করবে। গত তিন মৌসুমে রানার্সআপ হওয়া গানাররা এবার ২২ বছরের শিরোপা খরা ভাঙতে বদ্ধপরিকর।