Thursday, October 30, 2025
Homeঅর্থ-বাণিজ্যচট্টগ্রাম বন্দরের বিতর্কিত শুল্ক পুনর্বিবেচনায় অংশীজনদের সঙ্গে আলোচনা

চট্টগ্রাম বন্দরের বিতর্কিত শুল্ক পুনর্বিবেচনায় অংশীজনদের সঙ্গে আলোচনা

১০ থেকে ১৫ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত ১৫ অক্টোবর থেকে আরোপিত বিতর্কিত শুল্ক পুনর্বিবেচনায় অংশীজনদের সঙ্গে আলোচনায় বসবে। এই শুল্ক আরোপের বিষয়টি ব্যবসায়ী ও বাণিজ্য সংগঠনগুলোর ব্যাপক প্রতিবাদের জন্ম দিয়েছিল।

চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী জানান, যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে ১০ থেকে ১৫ দিনের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হবে।

গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে ফোরাম সাত দিনের আল্টিমেটাম দিয়ে বন্দর বন্ধ করার হুমকি দেওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার বিকেলে শহরের আগ্রাবাদ এক্সেস রোডের সিটি কনভেনশন হলে ওজন স্কেল, বন্দর শুল্ক এবং চট্টগ্রাম চেম্বারকে জবাবদিহিমূলক ও ব্যবসাবান্ধব করার উপায় নিয়ে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় ফোরামের সভাপতি চৌধুরী এই তথ্য জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চৌধুরী বলেন, আল্টিমেটাম এবং পরিবহন মালিক ও শ্রমিক এবং কাস্টমস এজেন্ট ও কর্মচারী সমিতির কর্মবিরতির পর বন্দর চেয়ারম্যান পরিবহনের জন্য বর্ধিত শুল্ক স্থগিত রাখতে পেরেছেন।

তিনি বলেন, “সি অ্যান্ড এফ এজেন্ট ও কর্মচারী সমিতির চার ঘণ্টার কর্মবিরতিও তখন বন্দরে কোনো বিঘ্ন এড়াতে প্রত্যাহার করা হয়েছিল।”

চৌধুরী বলেন, “আমরা আবার প্রধান সোভায়ারকে চিঠি পাঠাই, যিনি তখন আমাদের সঙ্গে কথা বলার জন্য একটি সংস্থা নিযুক্ত করেন। মঙ্গলবার আমরা বন্দর চেয়ারম্যান এবং সংস্থার প্রতিনিধির সঙ্গে আলোচনা করেছি।”

চৌধুরী জানান, “আলোচনার পর বন্দর চেয়ারম্যান ১০ থেকে ১৫ দিনের মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে সম্মত হয়েছেন। সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হবে কোনটি যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত, এবং সেটাই প্রত্যাশিত হবে।”

RELATED NEWS

Latest News