Friday, September 5, 2025
Homeজাতীয়চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি

চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি

চারটি প্রধান পরিবহন কোম্পানির ৩৬ ঘণ্টার ধর্মঘট চলাকালে হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চারটি প্রধান পরিবহন কোম্পানি—মার্শা, সৌধিয়া, পূর্বাবি ও স্বাধীন ট্রাভেলস—৩৬ ঘণ্টার ধর্মঘট চালানোর কারণে হাজার হাজার যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘটের ফলে শাহ আমানাত ব্রিজ কাউন্টারে অনেক যাত্রী আটকা পড়েন। অনেককে ব্যয়বহুল ও সময়সাপেক্ষ বিকল্প পথে ভ্রমণ করতে হয়েছে।

কিছু যাত্রী স্থানীয় বাসে চকরিয়া গিয়ে আবার অন্য বাস ধরার চেষ্টা করেন, যার ফলে ভ্রমণের খরচ এবং সময় দুগুণ বেড়ে যায়। Atiqul Alam বলেন, “কার্যলক্ষ্যের কাজ শেষে কাউন্টার বন্ধ দেখার পর স্থানীয় মাইক্রোবাস চালকরা দ্বিগুণ ভাড়া নিচ্ছে। যাত্রীদের দুর্ভোগ বিবেচনা করা উচিত ছিল।” অন্য যাত্রী Sandipan Roy বলেন, “আমাদের মানুষ হিসেবে দেখা হয় না। আমরা ভোগান্তির মধ্যে পড়ি, অথচ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

ধর্মঘটে থাকা শ্রমিকরা মজুরি বৃদ্ধি এবং কল্যাণ তহবিল স্থাপনের দাবি জানিয়েছে। বর্তমানে চালকরা প্রতি ট্রিপে ৫৫০ টাকা এবং সহকারী ২৭৫ টাকা পান, দিনে সর্বাধিক দুইটি ট্রিপ করতে পারেন। আট বছরের অভিজ্ঞ চালক Abdul Aziz বলেন, “৫৫০ টাকায় আমি পরিবার খাওয়াতে পারি না, সন্তানের শিক্ষার খরচ দিতে পারি না এবং বর্তমান বাজারে টিকে থাকতে পারি না।” শ্রমিকরা মালিকদের দুর্ঘটনার সময় কোনো সহায়তা না দেওয়ায় ক্ষুব্ধ।

আরাকান রোড ট্রান্সপোর্ট ওয়ার্কারস ইউনিয়নের সাধারণ সম্পাদক Mohammad Musa বলেন, “আমরা আমাদের ন্যায্য দাবির জন্য ধর্মঘট চালিয়ে যাচ্ছি। মালিকরা ১৯ আগস্ট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কিছুই হয়নি। এবার আমাদের দাবির পূরণ না হওয়া পর্যন্ত আমরা থামব না।”

RELATED NEWS

Latest News