Sunday, October 19, 2025
Homeঅর্থ-বাণিজ্যবন্দর চার্জ বাড়ানো প্রত্যাহার না হলে চট্টগ্রাম বন্দর বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

বন্দর চার্জ বাড়ানো প্রত্যাহার না হলে চট্টগ্রাম বন্দর বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত না এলে রপ্তানি-আমদানি কার্যক্রম বন্ধের ঘোষণা

চট্টগ্রাম বন্দরের নতুন বাড়তি ট্যারিফ ও সেবামূল্য প্রত্যাহার না করলে এক সপ্তাহের মধ্যে বন্দর বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নেভি কনভেনশন হলে চট্টগ্রাম পোর্ট ইউজারস ফোরামের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

বক্তারা বলেন, বন্দর কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে সেবামূল্য বৃদ্ধি করেছে, যা রপ্তানি-আমদানি কার্যক্রমকে ব্যাহত করবে এবং ব্যবসার ব্যয় বাড়াবে।

সভায় চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও পোর্ট ইউজারস ফোরামের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, “এই অযৌক্তিক চার্জ প্রত্যাহার না হলে আমরা চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেব।”

তিনি জানান, আন্দোলনের প্রাথমিক ধাপে শনিবার থেকে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন চার ঘণ্টার কর্মবিরতি পালন করবে। এ আন্দোলনে আরও চারটি বাণিজ্য সংগঠন যোগ দেবে বলেও জানান তিনি, যদিও নামগুলো প্রকাশ করা হয়নি।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতির সভাপতি মো. আমিরুল হক, বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন আহমেদ, এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব চট্টগ্রামের (IBFC) সভাপতি এস. এম. আবু তায়েবসহ বিশিষ্ট ব্যবসায়ীরা।

বক্তারা বলেন, নতুন ট্যারিফ কাঠামো ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত চাপ তৈরি করছে। তারা অবিলম্বে নতুন ফি স্থগিত করার আহ্বান জানান।

ফোরামের নেতারা সতর্ক করে বলেন, এক সপ্তাহের মধ্যে সমাধান না হলে পুরো বন্দর কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে, যা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি করতে পারে।

RELATED NEWS

Latest News