Saturday, July 19, 2025
Homeজাতীয়চিরন্তন সাহার চিকিৎসা সহায়তায় ঢাবিতে চ্যারিটি কনসার্ট ও আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

চিরন্তন সাহার চিকিৎসা সহায়তায় ঢাবিতে চ্যারিটি কনসার্ট ও আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চিরন্তনের চিকিৎসা খরচ সংগ্রহে ঢাবি টিএসসিতে দিনব্যাপী আয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চিরন্তন সাহার চিকিৎসা সহায়তায় একটি চ্যারিটি কনসার্ট ও আর্ট ক্যাম্পের আয়োজন করা হয় ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে। বুধবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলে রাত পর্যন্ত।

ব্যতিক্রমধর্মী এই আয়োজনে বিভিন্ন সঙ্গীতশিল্পী ও চিত্রশিল্পীরা স্বেচ্ছায় অংশ নেন এবং তাদের সৃষ্ট ছবি ও সংগীত পরিবেশনার মাধ্যমে অর্থ সংগ্রহের চেষ্টা চালান।

শিল্পীদের মধ্যে ছিলেন সায়ান, কৃষ্ণকলি, বগা তালেব, কৃষ্ণপক্ষ, গানপোকা, সমঘট, আকাশ গায়েন, আপনঘর, তুহিন কান্তি দাস, মুইজ মাহফুজ, ভাটিয়াল শহুরে ও রিমঝিম।

অন্য শিল্পীদের মধ্যে ছিলেন রায়হান সোহেল, জয়েতা অর্পা, অভিষেক রায় অর্চন, পল্লল চক্রবর্তী অয়ন, ক্রানপ্রু মারমা লোটাস এবং শাহ মোহাম্মদ শিপন।

একজন অংশগ্রহণকারী শিল্পী জানান, এই কনসার্টে অংশ নিতে টিকিটের মূল্য ছিল ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। তবে কেউ ইচ্ছা করলে এর বেশি অর্থও দিতে পারতেন।

চিরন্তন সাহা ২০২৪ সালের অক্টোবর মাসে বিরল এক ধরনের ক্যানসার ‘সাইনোনাসাল কার্সিনোমা’তে আক্রান্ত হন। ক্যানসারটি তার বাম নাক, চোখ ও চোয়ালে ছড়িয়ে পড়ে।

২০২৪ সালের নভেম্বর থেকে তিনি ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন। তার কেমোথেরাপি ও রেডিয়েশনে ইতোমধ্যে পরিবারের ব্যয় হয়েছে প্রায় ২৬ লাখ টাকা।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, রোগের বিস্তার রোধে জরুরি অস্ত্রোপচার, নতুন করে কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপির প্রয়োজন, যার আনুমানিক ব্যয় হবে আরও ৪০ লাখ টাকা।

চিরন্তনের চিকিৎসার জন্য এই অর্থ সংগ্রহের লক্ষ্যে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়, যা সবার মধ্যে মানবিক চেতনা জাগ্রত করে এবং সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করে।

RELATED NEWS

Latest News