চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার অন্তত ৯ হাজার পরিবার হঠাৎ নদীর পানি বৃদ্ধিতে প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছে। পানি বৃদ্ধি পেলেও এখনও পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আহসান হাবিব জানান, পানির বৃদ্ধি কিছুটা কমেছে এবং আগামী এক থেকে দুই দিনের মধ্যে পানি নামতে শুরু করবে। চলতি মাসের শুরুতে বন্যার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো আকস্মিক প্লাবন হলো এ এলাকায়।
সদর ও শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে পানি জমে আছে। এর ফলে গবাদিপশু ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের উজান থেকে নেমে আসা ঢল এবং দেশের অভ্যন্তরে টানা বৃষ্টিপাতের কারণে নদীর পানি দ্রুত বেড়ে যায়। এ কারণে স্থানীয় মানুষকে বন্যার দুর্ভোগ মোকাবিলা করতে হচ্ছে।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনর্বাসন ও ত্রাণ সহায়তার অপেক্ষায় আছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে জরুরি সহায়তা কার্যক্রম শুরু করা হবে।