Tuesday, July 1, 2025
Homeরাজনীতিচকরিয়া ও পেকুয়ায় আওয়ামী লীগের ২৭ নেতাকর্মী গ্রেফতার

চকরিয়া ও পেকুয়ায় আওয়ামী লীগের ২৭ নেতাকর্মী গ্রেফতার

সাবেক এমপি জাফর আলমের রিমান্ডের প্রতিবাদে মিছিল, পুলিশের অভিযান

কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে বুধবার আদালতে উপস্থাপন করা হলে বিচারক সাতটি মামলায় তার ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই রায়ের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চকরিয়া এলাকায় ঝটিকা মিছিল করেন।

ঘটনার পর চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মোট ১৬ জনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জাফর আলমের ভাতিজা হাছান আল বসরী, ভাগনে হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জান অহিদসহ আরও কয়েকজন স্থানীয় নেতা।

চকরিয়ায় আটক হওয়া অন্যদের মধ্যে রয়েছেন খুটাখালী ইউনিয়নের মিজানুর রহমান, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, ভিলেজারপাড়ার আব্দুর রহিম ও শহিদুল ইসলাম আজাদ, চিরিঙ্গা বুড়িপুকুর এলাকার জফুর আহমদ, লক্ষ্যারচর ইউপি সদস্য সোহরাব হোসেন, সিকদারপাড়ার তৌহিদ হোসেন চৌধুরী, হারবাংয়ের জমির উদ্দিন, উত্তর হারবাং কলাতলীর জহিরুল ইসলাম মানিক, ছালাম মাস্টারপাড়ার আব্দুল জলিল, হাসেম মাস্টার পাড়ার আবুল হোসেন, নিজপান খালীর বিপ্লব বড়ুয়া ও বিনামারার বাবুল বড়ুয়া।

অন্যদিকে, পেকুয়া থানা পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন টইটংয়ের কেরনছড়ি এলাকার রুবেল হোসেন, ধনিয়াকাটার মো. মোক্তার হোসেন, হিরাবুনিয়াপাড়ার মোকাদ্দের, নুইন্যার পাড়ার মোস্তাক মিয়া, সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ মাদু, হরিণাফাঁড়ির জিয়া উদ্দিন, পশ্চিম ব্যাইমাখালীর মো. আলমগীর, উলুদিয়াপাড়ার মো. আলম, সুন্দরীপাড়ার জামাল হোসেন, তার ছেলে শহিদুল ইসলাম সাদ্দাম এবং সেগুনবাগিচার নাছির উদ্দিন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা সবাই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

RELATED NEWS

Latest News