সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলক করা হয়েছে। করমুক্ত সীমা ছাড়িয়ে আয় হলে এই কর্তন করতে হবে। সোমবার কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ) অফিস থেকে এই নির্দেশনা জারি করা হয়।
সিজিএর অ্যাকাউন্টস অ্যান্ড প্রসিডিউরস শাখা থেকে জারি করা পরিপত্রে আয়কর আইন ২০২৩-এর উল্লেখ করা হয়েছে। চলতি অর্থবছরে করমুক্ত আয়ের সীমা বার্ষিক ৩ লাখ ৫০ হাজার টাকা। এটি পুরুষ কর্মকর্তাদের জন্য মাসিক ২৬ হাজার ৭৮৫ টাকা এবং নারী কর্মকর্তাদের জন্য ৩০ হাজার ৩৫৭ টাকার সমান।
এই সীমা ছাড়িয়ে আয় হলে বেতন বিল তৈরির সময় উৎসে আয়কর স্বয়ংক্রিয়ভাবে কর্তন করতে হবে।
পরিপত্রে বলা হয়, ট্রেজারি রুলস এসআর ১২৫ অনুসারে বেতন বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব বিল প্রদানকারী কর্মকর্তা বা ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অথরিটির।
সব প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা, বিভাগীয় ও জেলা হিসাব কর্মকর্তা, উপজেলা হিসাব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পরিপত্রটি অর্থ বিভাগে প্রেরণ করা হয়েছে। সচিবের মাধ্যমে যুগ্ম সচিব (বাজেট-১)-এর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
এই নির্দেশনার পেছনে ৭ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে জারি করা একটি আধা-সরকারি পত্র রয়েছে। এতে নতুন আয়কর আইন অনুসারে যোগ্য সরকারি কর্মচারীদের কাছ থেকে উৎসে আয়কর কর্তন নিশ্চিত করতে সব সরকারি বিভাগকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়।
সিজিএর এই পদক্ষেপ সরকারি কর্মকর্তাদের আয়কর প্রদানে স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করবে। এতে রাজস্ব আহরণে সহায়তা হবে।
