কর্মধা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন তাদের ৪০ বছর পূর্তি উদযাপন করেছে আনন্দঘন পুনর্মিলনীর মাধ্যমে। এ উপলক্ষে দ্বিবার্ষিক সাধারণ সভা (Biennial General Meeting) এবং বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ সাজানো হয় উৎসবের সাজে। প্রাক্তন শিক্ষার্থীদের আগমনে অনুষ্ঠানস্থল পরিণত হয় কর্মধা কলেজের প্রাণচঞ্চল ক্যাম্পাসের মতোই এক মিলনমেলায়।
“হৃদয়ের টানে, বারবার ফিরে আসা”—এই প্রতিপাদ্যে সাবেক শিক্ষার্থীরা সকাল থেকেই আসতে থাকেন। চুলে পাকা রং ও মুখে সময়ের রেখা থাকলেও হাসি-আনন্দে মুখর ছিল চারপাশ। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে ফিরেছিল ছাত্রজীবনের স্মৃতি, কোলাহল আর উচ্ছ্বাস।
সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইদুল আবেদিন ডলার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং অতিথিবৃন্দ।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল গল্প, স্মৃতিচারণ, সংগীত পরিবেশনা ও সৌহার্দ্যের উচ্ছ্বাস। চার দশকের এই বন্ধন নতুনভাবে প্রাক্তন শিক্ষার্থীদের একত্র করল একই মঞ্চে, এক অভিন্ন অনুভূতিতে—‘আমরা কর্মধার সন্তান।’
