বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামানের মরদেহ শুক্রবার সকালে ঢাকায় আনা হবে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানের ফ্লাইট (বিজি৩০৬) যোগে তাঁর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা এবং তাঁর সহকর্মীরা বিমানবন্দরের টারমাকে মরদেহ গ্রহণ করবেন।
শনিবার জোহরের নামাজের পর বনানী ডিওএইচএস মাঠে ক্যাপ্টেন সাইফুজ্জামানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) শাহীন কবরস্থানে দাফন করা হবে।
গত ৮ জুন কানাডার অন্টারিও প্রদেশের স্টারজিয়ন লেকে ক্যানো ডুবে গিয়ে ক্যাপ্টেন সাইফুজ্জামান এবং বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সহ-সভাপতি ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব প্রাণ হারান।
তাঁরা দুজন একটি ক্যানোয় ভ্রমণকালে ক্যানোটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশের বিমানবালা ও পোশাক শিল্প অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
ক্যাপ্টেন সাইফুজ্জামান দীর্ঘদিন ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর অকাল প্রয়াণে সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।