ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ-এর আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সীমান্তে বিএসএফের আগ্রাসন, হামলা ও গ্রেনেড ছোঁড়া আর সহ্য করা হবে না। আরেকবার এমন ঘটনা ঘটলে আমরা লং মার্চ করব। আমাদের সীমান্ত রক্ষা আমাদেরই করতে হবে।”
রোববার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এক পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে শান্তি মোড় থেকে শুরু হওয়া ‘জুলাই মিছিল’-এর অংশ হিসেবে জনসভাটি অনুষ্ঠিত হয়।
নাহিদ বলেন, “চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত প্রতিরোধের প্রতীক। এ জেলার সঙ্গে জড়িয়ে আছে কৃষকের কাস্তে হাতে প্রতিরোধ গড়ার ইতিহাস।”
তিনি জানান, “গণজাগরণের পর আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। রাষ্ট্রের মৌলিক সংস্কার, গণহত্যাকারীদের বিচার এবং জুলাই চার্টারের বাস্তবায়ন আমাদের দাবি।”
রাজশাহীর গোদাগাড়ীতে এক সংক্ষিপ্ত সভায় নাহিদ বলেন, “আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকব। এই মিছিল জুলাই ঘোষণার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। আমরা ৬৪ জেলাতেই যাচ্ছি।”
গোদাগাড়ীর আন্দোলনের প্রশংসা করে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে এখানে যে সাহসিকতার সঙ্গে আপনারা পুলিশের গুলির মুখে দাঁড়িয়েছেন, তা আজ সারাদেশকে অনুপ্রাণিত করেছে। একটি উপজেলায় এই সাহসিকতার লড়াই বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছে।”
তিনি আরও বলেন, “বিপ্লবীরা ঘুমায়নি, ঘুমাবে না। আমরা এখনো রাজপথে আছি এবং থাকব, কারণ এখনো আমাদের দাবি বাস্তবায়িত হয়নি।”
এই পথসভা ও বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও এনসিপির অবস্থান ও জুলাই আন্দোলনের ধারাবাহিকতা নিয়ে আলোচনার সৃষ্টি করেছে।