বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) নিজস্ব অর্থায়নে দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয়ের উদ্যোগ নিয়েছে। এ পদক্ষেপকে দেশের সামুদ্রিক খাতে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
রবিবার রাজধানীর একটি হোটেলে বিএসসি ও হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি’র মধ্যে জাহাজ সরবরাহ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, দেশের ইতিহাসে এই প্রথম বিএসসি নিজস্ব অর্থায়নে জাহাজ কিনছে। দুটি জাহাজ যুক্ত হলে করপোরেশনের বার্ষিক আয় প্রায় ১৫০ কোটি টাকা বাড়বে এবং পরিবহন সক্ষমতা বাড়বে প্রায় ১ লাখ ২০ হাজার ডেডওয়েট টনেজ (ডিডব্লিউটি)।
তিনি জানান, জাহাজ দুটি জার্মান লাইসেন্সে চীনে নির্মিত হচ্ছে। পরিবেশবান্ধব, জ্বালানি-সাশ্রয়ী এবং সর্বশেষ আইএমও মানদণ্ড পূরণ করে তৈরি জাহাজগুলোতে ইউরোপ ও জাপানের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। স্পেনের পাম্প ও নরওয়ের কম্প্রেসরসহ উন্নত সরঞ্জাম এতে সংযোজন করা হয়েছে।
প্রথম জাহাজটি আগামী অক্টোবর এবং দ্বিতীয়টি ডিসেম্বর মাসে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
এছাড়া আরও তিনটি জাহাজ ক্রয়ের প্রক্রিয়া চলছে। ফলে বর্তমান সরকারের উদ্যোগে মোট পাঁচটি নতুন জাহাজ বিএসসির বহরে যুক্ত হবে।
