বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বিআরআরআই এর গাজীপুর ক্যাম্পাসের ট্রেনিং কমপ্লেক্স কনফারেন্স রুমে মঙ্গলবার “Productivity Enhancement of Mustard Boro T Aman Cropping System in Bangladesh” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও এর অর্থায়নে এবং বিআরআরআইয়ের রাইস ফার্মিং সিস্টেমস আরএফএস ডিভিশনের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বিআরআরআই মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিআরআরআইয়ের পরিচালক গবেষণা ড. মো. রফিকুল ইসলাম অধিবেশনটি সভাপতিত্ব করেন। কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বার্ক, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিএডিসি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কৃষক প্রতিনিধিরা অংশ নেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর ড. এম মইনুল হক, এফএও কনসালট্যান্ট প্রফেসর ড. পরিমল কান্তি বিশ্বাস, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. একেএম রুহুল আমিন, সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. হারুনুর রশিদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মনজুরুল কাদির, অতিরিক্ত পরিচালক মনিটরিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ড. মো. জামাল উদ্দিন এবং বিআরআরআই আরএফএস ডিভিশনের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ নাসিম।
কর্মশালার মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিআরআরআই আরএফএস ডিভিশনের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম। অংশগ্রহণকারীরা সরিষা বোরো টি আমন ভিত্তিক ফসলধারায় উৎপাদনশীলতা বৃদ্ধি, গবেষণালব্ধ জ্ঞান বিনিময়, মাঠপর্যায়ে প্রযুক্তি সম্প্রসারণ, সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করেন।
