যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় একটি ২০ তলা ভবনে গ্যাস বিস্ফোরণের ফলে ভবনের একাংশ ধসে পড়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিউইয়র্ক সিটির ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তারা জানিয়েছে, বিস্ফোরণের পর ভবনের ইনসিনারেটর শ্যাফট ধসে পড়ে। ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী দল দ্রুত কাজ শুরু করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, উঁচু ভবনের এক কোণ মাটির তলা থেকে ছাদ পর্যন্ত ভেঙে পড়েছে। আশপাশের বাসিন্দারা ধারণ করা আরেকটি ভিডিওতে বিস্ফোরণের পরপরই ধুলোর মেঘ পুরো ব্লকজুড়ে ছড়িয়ে পড়তে দেখা যায়।
জানা গেছে, ভবনটি সিটি-নিয়ন্ত্রিত সরকারি আবাসন প্রকল্পের অংশ। নিউইয়র্কে একসময় ইনসিনারেটর শ্যাফট ব্যবহার করে ভবনের আবর্জনা সরাসরি পুড়িয়ে ফেলা হতো। তবে বর্তমানে সেগুলোর পরিবর্তে বেশিরভাগ ভবনে ট্র্যাশ কমপ্যাক্টর ব্যবহৃত হচ্ছে।
ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।
