ভারতের কেরালা রাজ্যের থিরুভানান্তপুরম বিমানবন্দরে তিন সপ্তাহের বেশি সময় ধরে থেমে আছে ব্রিটেনের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫বি। প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি উড়তে পারছে না এবং এখন মেরামতের জন্য যুক্তরাজ্যের ১৪ সদস্যের একটি প্রকৌশলী দল সেখানে পৌঁছেছে।
১৪ জুন, বিমানটি ভারত মহাসাগরে একটি প্রশিক্ষণ মিশনের সময় খারাপ আবহাওয়ার কবলে পড়ে এবং বিকল্প হিসেবে থিরুভানান্তপুরম বিমানবন্দরে অবতরণ করে। পরে এতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি আর রাজকীয় নৌবাহিনীর ফ্ল্যাগশিপ ক্যারিয়ার এইচএমএস প্রিন্স অব ওয়েলস-এ ফিরে যেতে পারেনি।
বিমানটির এতদিন ভারতীয় ভূখণ্ডে অবস্থান আন্তর্জাতিক মহলে কৌতূহলের জন্ম দিয়েছে। কেন এত আধুনিক বিমান এতদিন ধরে একা পড়ে আছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
শুরুতে এইচএমএস প্রিন্স অব ওয়েলস-এর প্রকৌশলীরা বিমানটি পরীক্ষা করলেও সমস্যার সমাধান করতে পারেননি। রোববার ব্রিটিশ হাই কমিশন জানায়, যুক্তরাজ্য থেকে পাঠানো বিশেষজ্ঞ দল প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে কেরালায় পৌঁছেছে এবং তারা বিমানটি মেরামতের কাজ শুরু করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ANI ও PTI প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের একটি এয়ারবাস বিমান থিরুভানান্তপুরমে অবতরণ করছে এবং পরে যুদ্ধবিমানটিকে হ্যাংারে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।
ফাইটার জেটটি বর্তমানে ছয়জন রয়্যাল এয়ার ফোর্স কর্মকর্তার নজরদারিতে ২৪ ঘণ্টা পাহারায় রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যদি মেরামত সম্ভব না হয়, তবে বিমানটিকে খণ্ডিত করে বড় ধরনের কার্গো বিমানে, যেমন সি-১৭ গ্লোবমাস্টার, করে যুক্তরাজ্যে ফেরত নিতে হতে পারে।
সাড়ে ১১০ মিলিয়ন ডলার মূল্যের এই যুদ্ধবিমান লকহিড মার্টিন নির্মিত এবং এর স্বল্পদূরত্বে উড্ডয়ন ও উলম্ব অবতরণের সক্ষমতা রয়েছে। ভারতীয় সামাজিক মাধ্যমে ‘একা পড়ে থাকা এফ-৩৫বি’ নিয়ে নানা রসিকতা ও মিম ছড়িয়ে পড়েছে। অনেকে মজা করে বলছেন, বিমানটি হয়তো কেরালার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যেতে চাচ্ছে না।
এফ-৩৫বি যুদ্ধবিমান আটকে থাকার বিষয়টি ব্রিটিশ সংসদেও তোলা হয়েছে।