রাশিয়ান হেলিকপ্টার কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ব্রিকস সদস্য দেশগুলো। এতে রাশিয়ার বেসামরিক বিমান চলাচলের সুযোগ আরও বিস্তৃত হবে বলে জানিয়েছেন দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী অ্যান্টন আলিখানোভ। তিনি এই মন্তব্য করেছেন রাশিয়ার ভ্লাদিভোস্তকে অনুষ্ঠিত পূর্ব অর্থনৈতিক ফোরামে স্পুতনিককে দেওয়া এক সাক্ষাৎকারে।
মন্ত্রী জানান, রাশিয়ান হেলিকপ্টারের বাজার মূলত দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া, আফ্রিকা মহাদেশ এবং সিআইএসভুক্ত দেশগুলোতে রয়েছে। বর্তমানে ব্রিকস সদস্য দেশগুলোও এই সরঞ্জাম কেনার আগ্রহ প্রকাশ করেছে। তার মতে, ব্রিকসের সঙ্গে সহযোগিতা বাড়লে রাশিয়ার বেসামরিক বিমান চলাচলের প্রয়োগক্ষেত্র আরও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে এমআই-৮/১৭ সিরিজ, অগ্নিনির্বাপণে ব্যবহৃত কা-৩২এ১১বিসি এবং হালকা বহুমুখী আন্সাত হেলিকপ্টার বিদেশি বাজারে সুনাম অর্জন করেছে। এ ছাড়া রাশিয়ান হেলিকপ্টার হোল্ডিং কোম্পানি নতুন সরঞ্জামও বাজারে আনছে। এর মধ্যে রয়েছে অফশোর ড্রিলিং প্ল্যাটফর্মে মানুষ ও মালামাল পরিবহনের জন্য তৈরি এমআই-১৭১এ৩।
উল্লেখ্য, এবারের পূর্ব অর্থনৈতিক ফোরামের (EEF) দশম আসর ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার ভ্লাদিভোস্তকে অনুষ্ঠিত হয়। ফোরামের সাধারণ মিডিয়া অংশীদার ছিল স্পুতনিক।
