Thursday, July 10, 2025
Homeজাতীয়বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা র‌্যাডার উদ্বোধন

বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা র‌্যাডার উদ্বোধন

বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে নতুন জিএম ৪০৩এম র‌্যাডার যুক্ত

বাংলাদেশ বিমান বাহিনীর র‌্যাডার ইউনিট বগুড়ায় নব স্থাপিত জিএম ৪০৩এম আকাশ প্রতিরক্ষা র‌্যাডারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আধুনিক ও যুগোপযোগী বাংলাদেশ বিমান বাহিনী গঠনে নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় জিএম ৪০৩এম র‌্যাডার যুক্ত হলো বাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিটে।

‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এই মূলমন্ত্রে দৃঢ়প্রতিজ্ঞ থেকে বিমান বাহিনী এগিয়ে যাচ্ছে আধুনিকায়নের পথে।

নতুন যুক্ত হওয়া র‌্যাডারটি আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাহিনীর প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

র‌্যাডারটি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এবং বিভিন্ন ধরনের বিমান গতিবিধি নির্ণয়ে দক্ষ। এর মাধ্যমে দেশীয় আকাশসীমায় নিরাপত্তা আরও সুসংহত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অন্যান্য সামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিমান বাহিনী কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই নতুন র‌্যাডার ইউনিট দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি কার্যকর সংযোজন হিসেবে কাজ করবে।

RELATED NEWS

Latest News