Tuesday, November 11, 2025
Homeআন্তর্জাতিকনাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৬ জনের মৃত্যু

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৬ জনের মৃত্যু

কোগি রাজ্যে বন্যাপ্রবণ এলাকায় নদী পারাপারে এই দুর্ঘটনা, উদ্ধারকাজে মাঠে নামল জাতীয় সংস্থা

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে নাইজার নদীতে নৌকাডুবিতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাপ্রবণ কোগি রাজ্যের ইবাদজি এলাকা থেকে ইদো রাজ্যের ইলুশি বাজারের দিকে যাচ্ছিলেন যাত্রীরা। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

কোগি রাজ্যের তথ্য কমিশনার কিংসলে ফেমি ফানও এক বিবৃতিতে জানান, প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নৌকায় থাকা কমপক্ষে ২৬ যাত্রীর প্রাণহানি ঘটেছে।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) জানিয়েছে, তারা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাতে দল পাঠিয়েছে।

নাইজেরিয়ার নদীপথে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। এর পেছনে নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাই, রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং নিরাপত্তা বিধি না মানার বিষয়গুলোকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়। গত মাসে নাইজার রাজ্যে একটি ফেরি ডুবে অন্তত ৩২ জন মারা যায়। এর আগে আগস্টে সোকোতো রাজ্যে প্রায় ৫০ যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে যায়, যেখানে তিনজনের মৃত্যু হয় এবং ২৫ জন নিখোঁজ হন।

কোগি রাজ্য কমিশনার ফানও নদীপারের মানুষদের নৌপথে ভ্রমণের সময় অতিরিক্ত যাত্রী বহন এড়াতে এবং অবশ্যই লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানান।

প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, জীবিকার সন্ধানে বের হওয়া মানুষের এমন মৃত্যু বেদনাদায়ক। তিনি নৌপথ পরিবহন মালিক ও পরিচালকদের আর্থিক স্বার্থের চেয়ে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় প্রশাসন জানায়, কোগি রাজ্য বন্যাপ্রবণ এলাকা হওয়ায় বর্ষাকালে নদীতে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। গত বছর ভারী বৃষ্টিপাতের কারণে কেবল ইবাদজি এলাকাতেই ৭৬ হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছিল।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে নাইজেরিয়াসহ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বন্যা ও চরম আবহাওয়ার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।

RELATED NEWS

Latest News